Monday, August 10, 2015

এলোমেলো ভাবনা (১১)

(১) বালিকা, ভূমিকম্পন বোঝ, হৃদয় কম্পন বোঝ না?

(২) চেনা মানুষটার ভিতরেও আরেকটা অচেনা মানুষ থাকে যাকে চাইলেও সবসময় চেনা যায় না।

(৩) নারী অধীকারের প্রতি যাদের সম্মান নাই, তাদের প্রতিও আমার কোন সম্মান নাই।

(৪) কাউকে জাজ করার আগে একটু চিন্তা করা উচিত। কেননা সব সাধুরই একটা অতীত আছে, আবার সব পাপীরই একটা ভবিষ্যৎ আছে।

(৫) কোন নির্দিষ্ট ধর্ম-বর্ণ-জাতীর বিরুদ্ধে সচেতনভাবে যুক্তিহীন বিদ্বেষ ছড়িয়ে তাদের ক্ষেপিয়ে তোলাকে 'অসুস্থচিন্তা'র চর্চা বলা যেতে পারে, 'মুক্তচিন্তা'র চর্চা না।

(৬) যে সমাজ ভিন্নতা বা বৈচিত্রতা নিতে জানে না, সে সমাজে হিটলার, মুসোলিনি জন্ম নিতে পারে, সক্রেটিস, হেগেল, ইবনে খালদুন নয়।

(৭) প্রাকৃতিক বিজ্ঞান দিয়ে সমাজ বোঝা যাবে না; সমাজ বুঝতে হলে সমাজবিজ্ঞান লাগবে।

(৮) সাধারন মানুষেরা যেখানে সংখ্যাগরিষ্ঠদের আনন্দ দেখে পুলকিত হয়, সমাজচিন্তাবিদরা সেখানে সংখ্যালঘুদের বেদনা দেখে চিন্তিত হয়।

(৯) জীবন মানে সবসময় নিজেকে খুঁজে বেড়ানো নয়; জীবন মানে নিজেকে তৈরি করে নেয়া।

(১০) সময়ই বলে দিবে কে ঠিক আর কে বেঠিক।

No comments:

Post a Comment