Saturday, August 1, 2015

এলোমেলো ভাবনা (৭)

(১) যে সম্পর্কে মান-অভিমান থাকেনা, তাকে কোনভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলা যায় না। বড়জোড় তাকে ব্যবসায়িক সম্পর্ক বলা যেতে পারে।

(২) নীরবতা ও হাসি চমৎকার দুটি জিনিস। ছোট একটা হাসির মাধ্যমে যেমন অনেক সমস্যা সমাধান করা যায় তেমনি একটু নীরবতার মাধ্যমে অনেক সমস্যা এড়ানো যায়।

(৩) ভুল থেকে শিক্ষা গ্রহনের উপায় দুইটি। অন্যের ভুল দেখে শেখা আর নিজে ভুল করে শেখা। মজার ব্যাপার হচ্ছে, প্রথম পদ্ধতিটা অধিকতার যুক্তিযুক্ত হলেও বেশিরভাগ মানুষ দ্বিতীয় পদ্ধতিটাকেই কেন যেন বেশি পছন্দ করে।

(৪) তারুণ্যের ধর্মই হচ্ছে ভুল করা আর শেখা। তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া।

(৫) কোন কিছু কেনার আগে ভেবে দেখা উচিত যে তা না কিনলে কী ক্ষতি হবে আর কিনলে কী লাভ হবে!

(৬) অদৃশ্য ঐশ্বরিক শক্তি থেকে প্রাপ্ত জ্ঞান হচ্ছে ধর্ম। অন্যদিকে চিন্তা থেকে প্রাপ্ত জ্ঞান হচ্ছে দর্শন এবং বৈজ্ঞানিক গবেষনা থেকে প্রাপ্ত জ্ঞান হচ্ছে বিজ্ঞান।

(৭) ব্যাস্ততা একটা অজুহাত মাত্র। কোন কিছু করা বা না করা আসলে অগ্রাধিকারের বিষয়।

(৮) সম্মান পাওয়ার যোগ্য একমাত্র তারাই যারা অন্যকে সম্মান করে।

(৯) অদৃশ্য ভয় থেকেই কুসংস্কার সৃষ্টি ও পালিত হয়।

(১০) দুশ্চিন্তা করা সময় ও স্বাস্থ্যের সবচেয়ে বড় অপচয়।

No comments:

Post a Comment