Wednesday, July 19, 2017

কোন কিছুতে বাধ্যবাধকতা আরোপ করা হলে সেটা অপ্রিয় হয়ে যায়

গল্প, উপন্যাস, কবিতা পড়তে আমাদের সবারই কম-বেশি ভালো লাগে। আবার সেই একই গল্প, উপন্যাস বা কবিতা যখন স্কুল-কলেজের পাঠ্যসূচি বা সিলেবাসে অন্তর্ভুক্ত হয়, তখন আর সেটা পড়তে ইচ্ছে করেনা।

এর কারন সম্ভবত মানুষের স্বাধীনচেতা বৈশিষ্ট্য।  স্বাধীনতার স্বাদ পাওয়া মানুষ অধীনতাকে সহজে মেনে নিতে পারে না। তাই, সাধারনভাবে আউট বইয়ের গল্প-উপন্যাস পড়তে ভাল লাগলেও সিলেবাসের নামে চাপিয়ে দেয়া গল্প-উপন্যাস  পড়তে আমাদের ভালো লাগে না।

বাধ্যবাধকতা আরোপ বেশিরভাগ সময়ই উলটো ফলাফল বয়ে আনে। তাই, কাউকে দিয়ে কিছু করাতে চাইলে বাধ্যবাধকতা আরোপ না করে বরং উৎসাহ দিয়ে কার্য হাসিলের চেষ্টা করাটাই অধিক ফলপ্রসূ হয়।

Monday, July 17, 2017

আধুনিক যুগের সম্পর্ক লাভ-লোকসান নির্ভর

যদিও সম্পর্কের ক্ষেত্রে আবেগের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নাই। তবে আধুনিকতা মানুষকে অতি র‍্যাশনাল বা যুক্তিবাদী হতে শেখায়। যার কারনে এই যুগে সম্পর্কের ক্ষেত্রেও আবেগের চেয়ে বাস্তবতা বা লাভ-লোকসানের হিসেব-নিকেষ করতেই বেশি দেখা যায়।

আধুনিক যুগে কোন সম্পর্কে যতদিন ইউটিলিটি বা প্রয়োজনীয়তা থাকে, ততদিন তা ভালভাবে টিকে থাকে। আর যখন ইউটিলিটি শেষ হয়ে যায়, তখন সে সম্পর্কও ধীরে ধীরে ফিকে হয়ে যায়।

রাজধানী ঢাকায় আধুনিক বুকশপ ক্যাফে 'দীপনপুর'

পশ্চিমা বিশ্বে বুকশপ ক্যাফের আইডিয়া নতুন না হলেও বাংলাদেশে বুকশপ ক্যাফের আইডিয়া নতুনই বলা চলে। রাজধানি ঢাকার এলিফ্যান্ট রোডে (কাটাবন সিগনালের কাছেই) প্রায় ২৮০০ বর্গফুটের এই বুকশপ ক্যাফে দীপনপুরের প্রায় পুরোটা জুড়ে রয়েছে বই। বই কেনার পাশাপাশি এক কাপ চা বা কফি খেতে খেতে বই পড়ার চমৎকার ব্যবস্থাও রয়েছে ক্যাফেটিতে।

শীতাতপ নিয়ন্ত্রিত এবং ওয়াইফাই সুবিধা সম্বলিত দীপনপুরে ছোটদের বই নিয়ে করা হয়েছে শিশুতোষ কর্নার দীপান্তর। বিভিন্ন ধরনের স্ন্যাকস, চা, কফি, ফ্রেশ জুস নিয়ে দীপনপুরের ভেতরেই যে কর্ণার রয়েছে তার নাম 'দীপাঞ্জলি'। এছাড়া 'দীপনতলা' নামে ছোট একটা মঞ্চও রয়েছে।

ঢাকা শহরে বড় বড় শপিং মল, বাহারি রকমের খাবারের দোকানের অভাব না হলেও বইয়ের দোকানের যথেষ্ট অভাব রয়েছে। আর বই কেনার আগে তা নিয়ে নাড়াচাড়া করা, একটু পাতা উল্টিয়ে দেখে, পড়ে নিজের পছন্দ মত বই যাচাই করার মত সুযোগ সুবিধাসম্পন্ন আধুনিক বুকশপ ক্যাফের কথাতো কল্পনাই করা যায় না। যাহোক, দেরীতে হলেও অবশেষে দীপনপুরের মাধ্যমে ঢাকার বইপ্রেমীরা আধুনিক বুকশপ ক্যাফের সাথে পরিচিত হতে পারবে।

কফি খেতে খেতে বই পড়া, বই কেনা আর বই পড়ুয়া বন্ধুদের নিয়ে আড্ডা দেয়ার চমৎকার জায়গা দীপনপুর। আশা করি, আধুনিক বুকশপ ক্যাফে দীপনপুর বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে।