Tuesday, October 6, 2015

ড. সামিনা লুৎফার দুটি কথা!

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও নাট্যকার ড. সামিনা লুতফা আমাদের ষষ্ঠ সেমিস্টারের কোন এক ক্লাসে কিছু চমৎকার কথা বলেছিলেন। সেদিন আমি আমার ক্লাস নোটে দুটো পয়েন্ট পিক করে নিয়েছিলাম এবং ম্যাডামের ক্লাস থেকে আমি যা বুঝেছিলাম তা হল:

ঘন্টা প্রতি আয়ের পরিমানই নির্ধারণ করে দিবে নারী ও পুরুষের মধ্যে কে ঘরে আর কে ঘরের বাইরে কাজ করবে।

এবং বাংলাদেশের মত পুরুষতান্ত্রিক ও সেকেলে সমাজে উচ্চ শিক্ষিত ও অধিক যোগ্যতাসম্পন্ন মেয়েদের অপেক্ষাকৃত কম শিক্ষিত ও কম যোগ্যতা সম্পন্ন ছেলেদের বিয়ে করার সম্ভাবনা বেশি।

এ থেকে আমরা কী বুঝতে পারি?

ঘরের কাজ এখন নারীদের পাশাপাশি পুরুষদেরও করার অভ্যাস করতে হবে।

বাংলাদেশের বেশিরভাগ উচ্চশিক্ষিত পুরুষদের কথা ও কাজে মিল নাই। তারা নারীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের প্রয়োজনের কথা বললেও বিয়ে করার সময় সমবয়সী উচ্চশিক্ষিত ও চাকুরীজীবী নারীর চেয়ে কম বয়সী স্কুল/কলেজের মেয়েদের অগ্রাধিকার দিতে দেখা যায়।

No comments:

Post a Comment