Tuesday, October 6, 2015

বিশ্বাস কী?

বিশ্বাস হচ্ছে কোন কিছু সম্পর্কে "ধরে নেয়া" সত্য।
যেমন, 'সবকিছুই আসলে একটা বিশ্বাস'। এটা একটা ধরে নেয়া সত্য।

মানুষ তার আশেপাশের জিনিসকে বোঝা বা ব্যাখ্যা করার জন্য বিশ্বাস তৈরি করে।

এখন প্রশ্ন হতে পারে বিশ্বাস কীভাবে তৈরি হয়?

বিশ্বাস মূলত মানুষের দৈনন্দিন জীবনের পারিপার্শ্বিক জগতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার অর্জিত অভিজ্ঞতা, উপলব্ধি ও জ্ঞানের সমন্বয়ে তৈরি হয়।

মজার ব্যাপার হচ্ছে, বিশ্বাস যেভাবেই তৈরি হোক না কেন, যখনই কোন বিশ্বাস তৈরি হয়, তখনই মানুষ সেটাকে সংরক্ষন করার আপ্রান চেষ্টা করে।

No comments:

Post a Comment