Tuesday, October 20, 2015

পশ্চিম পাকিস্তানি সামরিক চশমা চোখে দিয়ে নয়, পাহাড়ের সমস্যাকে বুঝতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার চোখ দিয়ে তাকিয়ে!

পাহাড়ীরা স্বাধীনতা চায় না। তারা চায় তাদের ন্যায্য অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, শতবছরের বাপ-দাদার ভিটেমাটি থেকে বিনা নোটিশে উচ্ছেদ না হওয়ার গ্যারান্টি।

ষোল কোটি জনসংখ্যার বাংলাদেশে মাত্র ১০ লক্ষ পাহাড়ী আদিবাসিদের বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে না দেখে মানবিক দৃষ্টিকোন থেকে তাদের চাওয়া-পাওয়া/দাবী-দাওয়ার কথা বিবেচনা করতে হবে।

তাই পার্বত্য চট্রগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যার সমাধান সহ পার্বত্য শান্তিচুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

No comments:

Post a Comment