Saturday, January 3, 2015

সংস্কৃতি কী?

সমাজবিজ্ঞানীরা সংস্কৃতির যে সংজ্ঞা দিয়েছেন, তা যেমন সহজ বা সরল নয়; তেমনি সংক্ষিপ্তও নয়।

সংস্কৃতি যেমন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার মত বস্তু নয়; তেমনি তা মাত্র একটি বা দুটি উপাদান দিয়েও তৈরি নয়। সংস্কৃতি অতি জটিল একটি ধারনা।

উনিশ শতকে এডওয়ার্ড টেইলরের দেয়া সংস্কৃতির সংজ্ঞাকে ধ্রুপদী বলে ধরা হয়। সেই সংজ্ঞা মতে, মানুষের বিশ্বাস, আচার-আচরন এবং জ্ঞানের একটি সমন্বিত প্যাটার্নকে সংস্কৃতি বলা যায়। ভাষা, সাহিত্য, ধারনা, ধর্ম ও বিশ্বাস, রীতিনীতি, সামাজিক মূল্যবোধ ও নিয়মকানুন, উৎসব, শিল্পকর্ম এবং দৈনন্দিন কাজে ব্যবহার হয় এমন জিনিসপত্র বা হাতিয়ার ইত্যাদি সবকিছু নিয়েই সংস্কৃতি। এমনকি, সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব শিক্ষা, সামর্থ্য এবং অভ্যাস আয়ত্ত করে, তাও সংস্কৃতির অংশ।

No comments:

Post a Comment