Thursday, January 29, 2015

গ্লোবাল নর্থ ও গ্লোবাল সাউথ কী?

পৃথিবীকে নর্থ ও সাউথ দুই ভাগে ভাগ করা হয় মূলত সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে। গ্লোবাল নর্থ হচ্ছে নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, এবং ইস্ট এশিয়ার উন্নত দেশগুলো। অপরদিকে গ্লোবাল সাউথ হচ্ছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, উন্নয়নশীল দক্ষিন এশিয়া এবং মিডল ইস্ট।

নর্থকে সাধারনত উন্নত বিশ্ব ও সাউথকে অনুন্নত বিশ্ব হিসেবে বিবেচনা করা হয়।

No comments:

Post a Comment