Friday, January 2, 2015

নারীবাদ কি পুরুষ বিদ্বেষী?

নারীদের জন্য, নারীদের অসহায়ত্বের জন্য সভ্য দেশগুলোতে কিছু বাড়তি আইন আছে। কিন্তু তাই বলে সেসব আইনের সাহায্য নিয়ে পুরুষদের হয়রানি করা বা অপব্যবহার করা, আর যাই হোক তা কোনোভাবেই নারীবাদ হতে পারেনা।

নারীবাদ মানেই সবসময় তা নারীর পক্ষে আর পুরুষের বিপক্ষে তা নয়। নারীবাদ সবসময় ন্যায়ের পক্ষে। নারীবাদ নারী-পুরুষ সবার অধিকারের পক্ষে কথা বলে। সমাজে নারীর পিছিয়ে থাকা, পুরুষ কর্তৃক নারী নির্যাতনের হার অনেক বেশি হওয়ার কারনে হয়ত নারীবাদকে নারীদের অধিকার নিয়ে বেশি কথা বলতে হয়।

No comments:

Post a Comment