Monday, August 29, 2016

মেয়ে শুনে রাখো, পেশাগত জীবনে সফল ব্যক্তিরা কিন্তু স্বামী হিসেবে ভাল হয় না! ;)

সেদিন মাস্টার্সের ক্লাসে 'সিগমুন্ড ফ্রয়েড' পড়াতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত প্রফেসর সমাজবিজ্ঞানী মাহবুব উদ্দীন স্যার বললেন, "পেশাগত জীবনে সফল ব্যক্তিরা কখনো ভাল স্বামী হতে পারে না।"

কেননা একজন সফল একাডেমিশিয়ান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা খেলোয়াড়কে তার পেশাগত জীবনে সফল হতে হলে তার পিছনে তাকে প্রচুর সময় দিতে হয়। আর পেশাগত জীবনে অধিক সময় ব্যয় করা মানে স্ত্রী বা পারিবারিক কাজকর্মে কম সময় দেয়া।

আর ছেলেদেরও এই কথা ভুলে গেলে চলবেনা যে এই সূত্র আধুনিক কালের উচ্চশিক্ষিতা পেশাগত জীবনে সফল বউদের ক্ষেত্রেও কিন্তু সমভাবে প্রযোজ্য। ;)

No comments:

Post a Comment