Monday, April 20, 2015

~ আত্বরক্ষার কৌশল অর্জনই নারীকে যৌন নিপীড়ন থেকে অনেকটা রক্ষা করবে! ~

লজ্জার হলেও সত্য হচ্ছে, কিছু পুরুষ আজীবন পুরুষ হয়েই থাকবে, মানুষ হবে না। নারী তার চোখ, মুখ সবকিছু বোরকা দিয়ে ঢেকে রাখলেও এইসব অমানুষদের দন্ডানুভূতিতে আঘাত হানবে আর নারীদের যৌন নিপীড়নের চেস্টা করে যাবে।

বাংলাদেশের মত নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ রাষ্ট্রগুলোতে এইসব অমানুষদের মোকাবেলা করতে হলে নারীদের অবশ্যই সেল্ফ ডিফেন্স মেকানিজম শিখতে হবে। স্কুল পর্যায় থেকেই প্রতিটা মেয়েকে কুংফু/ক্যারাটে/মার্শাল আর্টসে প্রশিক্ষন নিতে হবে যেন অমানুষগুলো ইট মারতে আসলে পাটকেল খেয়ে চিৎপটাং হতে হয়।

এসবের পাশাপাশি যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যৌন নিপীড়কদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে।

সর্বোপরি, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনকে প্রতিরোধ করতে হলে নারীকে হয়ে উঠতে হবে পুরুষের সমকক্ষ - ঘরে ও বাইরে, মেধা ও মননে, এবং মানসিক ও শারীরিক শক্তিতে।

No comments:

Post a Comment