Tuesday, December 15, 2015

এলোমেলো ভাবনা (১২)

(১) পাবলিক প্লেসে কিছু বলা বা লেখার আগে এটা মনে রাখা জরুরি যে আপনি কী বোঝাতে চাচ্ছেন সেটাই সবকিছু না, লোকে কী বুঝবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।

(২) সমাজকে নিরপেক্ষভাবে দেখার স্বচ্ছ চশমার নাম সমাজবিজ্ঞান।

(৩) অতীতকে অতীতেই রাখতে হয়, বর্তমানে টেনে আনতে হয় না।

(৪) নারীকে শুধু মায়ের জাত হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান করুন।

(৫) ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে এমন গ্রুপ অধিকার যেমন কাম্য নয়, তেমনি যতক্ষন পর্যন্ত ব্যাক্তি অধিকার অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে, ততক্ষন পর্যন্ত ব্যাক্তি স্বাধীনতায়ও হস্তক্ষেপ কাম্য নয়।

(৬) ভুল মানুষের সাথে রিলেশনশিপে থাকার চেয়ে একা থাকা বেশি ভাল।

(৭) পুরুষতান্ত্রিক সমাজে নারীকে এখনো আধুনিক যুগের দাস হিসেবেই মূল্যায়ন করা হয়।

(৮) প্রত্যাশা নেইতো হতাশাও নেই।

(৯) দাসপ্রথা থেকে পুরুষ জাতি মুক্তি পেলেও নারীজাতি এখনও মুক্তি পায় নি।

(১০) সবাই সত্য জানতে চায় কিন্তু সত্যবাদী হতে চায় কয়জন? 

No comments:

Post a Comment