Saturday, March 21, 2015

বাঙালি সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য অভিন্ন উপাদান কী?

শত বৈচিত্র্য সত্ত্বেও বাঙালি সংস্কৃতির যেসব অভিন্ন উপাদান রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উপাদান হল:

১। বাংলা ভাষা - ধর্ম, সমাজের ভিন্নতা সত্ত্বেও সকল বাঙালি বাংলা ভাষায় কথা বলে।
২। খাদ্যাভ্যাস - বিশ্বায়নের এই যুগেও বাঙালি হট-ডগ, চাইনিজ, কোক ইত্যাদি খেলেও ভাত এবং মাছ এখনো সকল বাঙালির প্রধান খাদ্য।

এছাড়াও, বাঙালির সাহিত্য, সংগীত, বাড়িঘড়ের প্রকরণ, পোশাক-আশাক, এমনকি চেহারা ও স্বভাবে লক্ষযোগ্য মিল রয়েছে।

No comments:

Post a Comment