Saturday, March 21, 2015

বাঙালি সংস্কৃতির সূচনা কখন থেকে ধরতে হবে?

বাঙালি সংস্কৃতির সূচনা কখন হয়েছিল সেটা জানতে হলে আমাদের দুটো বিষয়কে বিবেচনা করতে হবে।

(১) বাংলা ভাষার জন্ম - সমাজের ভিন্নতা সত্ত্বেও সকল বাঙালির ভাষা বাংলা। তাই যখন থেকে বাংলা ভাষার উন্মেষ, তখন থেকেই বাঙালি সংস্কৃতির সূচনা।

(২) বাঙ্গালা নামক অঞ্চলের উৎপত্তি - সংস্কৃতির একটা স্থানিক মাত্রা বা পরিচয় আছে। যে অঞ্চলের লোকেরা বাংলায় কথা বলে, বাঙালি সংস্কৃতি সে অঞ্চলের।

তাই, যখন থেকে বাংলা ভাষা এবং বাঙ্গালা নামক অঞ্চলের জন্ম হল, তখন থেকেই বাঙালি সংস্কৃতির সূচনা ধরতে হবে।

No comments:

Post a Comment