Thursday, February 26, 2015

সমাজের জন্য মানুষ নাকি মানুষের জন্য সমাজ?

সামাজিক প্রথা, নিয়ম-কানুন বা রীতিনীতি খারাপ না। তবে কোন প্রথা বা নিয়ম-কানুন যদি মানুষের অধিকার হরণ করে বা কোন বিশেষ গোষ্ঠীকে নির্যাতন ও শোষনের সুযোগ তৈরি করে দেয়, তাহলে সেই নিয়ম-কানুনকে ঝেটিয়ে বিদায় করা উচিৎ।

ধর্ম রক্ষা, জাতি রক্ষার নামে ব্যক্তি অধিকার হরণ, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ সভ্য সমাজে কাম্য হতে পারে না। মনে রাখতে হবে, সমাজের জন্য মানুষ না; বরং মানুষের জন্যই সমাজ।

No comments:

Post a Comment