(১) হতাশাকে কখনো প্রশ্রয় দিতে হয় না। একেবারে শিকড় সহ উপড়ে ফেলতে হয়। প্রশ্রয় পেলে হতাশা মানুষকে ধীরেধীরে সেল্ফ ডেসট্রাকশন বা মৃত্যুর দিকে নিয়ে যায়।
(২) ঘন্টা প্রতি আয়ের পরিমানই নির্ধারণ করে দিবে নারী ও পুরুষের মধ্যে কে ঘরে আর কে ঘরের বাইরে কাজ করবে।
(৩) সবচেয়ে বড় হতভাগ্য হচ্ছে সেই ব্যাক্তি যাকে তার জীবনের বেশিরভাগ সময় অপছন্দের বিষয়ের সাথে কাটাতে হয়।
(৪) বাংলাদেশের মত সমাজে উচ্চ শিক্ষিত ও অধিক যোগ্যতাসম্পন্ন মেয়েদের অপেক্ষাকৃত কম শিক্ষিত ও কম যোগ্যতা সম্পন্ন ছেলেদের বিয়ে করার সম্ভাবনা বেশি।
(৫) ধর্ম রক্ষা, জাতি রক্ষার নামে ব্যক্তি অধিকার হরণ, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ সভ্য সমাজে কাম্য হতে পারে না। মনে রাখতে হবে, সমাজের জন্য মানুষ না; বরং মানুষের জন্যই সমাজ।
(৬) সবকিছুকে ফাঁকি দেয়া গেলেও নিজের বিবেককে কিন্তু কখনো ফাঁকি দেয়া যায় না।
(৭) যে অর্থনৈতিক উন্নয়ন দেশের সমগ্র জনগোষ্ঠীকে স্পর্শ করতে পারে না, তাদের জীবন-যাপনের মান উন্নত করতে পারেনা তাকে সত্যিকারের উন্নয়ন বলা যায় না।
(৮) মানুষ বেশিরভাগ প্রশ্ন করে উত্তর জানার জন্য না; বরং উত্তর দেয়ার জন্য।
(৯) মানব জীবনের ইতিহাস হচ্ছে পরিবর্তনের ইতিহাস। মানব জীবনে ধ্রুব বা অপরিবর্তিত বলতে যদি কিছু থাকে; তাহলে সেটা হচ্ছে একমাত্র 'পরিবর্তন'।
(১০) আমাদের সমাজে মেয়ে ভাল নাকি খারাপ তা মাপা হয় মেয়েদের শরীর বিষয়ক ঘটনা দিয়ে। মজার ব্যাপার হচ্ছে, নষ্ট হওয়ার একই কাজ ছেলে-মেয়ে উভয়ে করলেও ছেলেরা কখনো নষ্ট হয় না; নষ্ট হয় কেবল মেয়ে!
No comments:
Post a Comment