বুদ্ধিজীবি কারা? বুদ্ধিজীবিদের পরিচয় কি? বুদ্ধিজীবিদের উদ্দেশ্য ও দায়িত্ব কী হতে পারে?
বুদ্ধিজীবিরা কি শুধুই কোন বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিয়েজিত নাকি সমাজের প্রতি তাদের কোন বৃহত্তর দায়িত্ববোধ রয়েছে?
এডওয়ার্ড সাইদের মতে, বুদ্ধিজীবি হচ্ছেন সেই ব্যক্তি, সাধারন জনগনের কাছে যার গ্রহনযোগ্যতা আছে এবং যিনি সিদ্ধান্ত গ্রহনের জন্য একান্ত নিজের উপরই নির্ভর করেন। বুদ্ধিজীবি হবেন সেই ব্যাক্তি যিনি জাতীয়তাবাদ এবং কর্পোরেট বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করবেন।
বুদ্ধিজীবিরা কি শুধুই কোন বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিয়েজিত নাকি সমাজের প্রতি তাদের কোন বৃহত্তর দায়িত্ববোধ রয়েছে?
এডওয়ার্ড সাইদের মতে, বুদ্ধিজীবি হচ্ছেন সেই ব্যক্তি, সাধারন জনগনের কাছে যার গ্রহনযোগ্যতা আছে এবং যিনি সিদ্ধান্ত গ্রহনের জন্য একান্ত নিজের উপরই নির্ভর করেন। বুদ্ধিজীবি হবেন সেই ব্যাক্তি যিনি জাতীয়তাবাদ এবং কর্পোরেট বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করবেন।
বুদ্ধিজীবিদের
কোন দলীয় সংশ্লিষ্টতা, জাতীয় প্রেক্ষাপট ও আদ্যকালীন আনুগত্যতা থাকতে পারে
কিন্তু তার কাছে মানুষের দুর্দশা ও শোষন সম্পর্কে সত্যের মানদণ্ড একই
থাকবে।
বুদ্ধিজীবিদের অন্যতম কাজ হচ্ছে তথাকথিত চালচলন এবং খন্ডিত বিষয়গুলোর সনাতনী দৃষ্টিভঙ্গি ভেংগে ফেলা। সর্বপরি, বুদ্ধিজীবিদের প্রধান কাজ হচ্ছে 'ক্ষমতার প্রতি সত্য ভাষন' অর্থাৎ মানুষের দুঃখ, দুর্দশা ও যাবতীয় শোষনের বিরুদ্ধে উচ্চকন্ঠে কথা বলা, যদিও তাকে সেজন্য ক্ষমতাসীনদের বিরাগভাজন হতে হয়।
বুদ্ধিজীবিদের অন্যতম কাজ হচ্ছে তথাকথিত চালচলন এবং খন্ডিত বিষয়গুলোর সনাতনী দৃষ্টিভঙ্গি ভেংগে ফেলা। সর্বপরি, বুদ্ধিজীবিদের প্রধান কাজ হচ্ছে 'ক্ষমতার প্রতি সত্য ভাষন' অর্থাৎ মানুষের দুঃখ, দুর্দশা ও যাবতীয় শোষনের বিরুদ্ধে উচ্চকন্ঠে কথা বলা, যদিও তাকে সেজন্য ক্ষমতাসীনদের বিরাগভাজন হতে হয়।
No comments:
Post a Comment