(১) ব্যাক্তি জীবনে সুখী হওয়ার প্রধান বাঁধা হচ্ছে কারো প্রতি "প্রত্যাশা" আর "অধীকারের দাবী"। এ দুটো জিনিস থেকে মুক্ত হতে পারলে সুখী হওয়ার পথে আর কোন বাঁধা থাকেনা।
(২) মানুষ বড়ই অদ্ভুত। এরা কেউ কাউকে সত্যিকারভাবে বুঝতে চায় না। তবে মজার ব্যাপার হচ্ছে, এদের সকলেই প্রত্যাশা করে যেন অন্যরা তাকে বোঝে, তার অভিমানকে গুরুত্ব দেয়।
(৩) পুঁজিবাদী রাষ্ট্রের কাজই হচ্ছে গরীবদের বঞ্চিত করা ও শাস্তি দেয়া আর ধনীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা।
(৪) আধুনিক যুগে প্রেম হয় শরীরে- শরীরে, ক্যারিয়ার আর রুপে, টাকা আর গায়ের রংয়ের সৌন্দর্যের সাথে।
(৫) সবার মধ্যেই বিশেষ কিছু গুণ বা সৌন্দর্যময় দিক আছে কিন্তু সেটা সবাই দেখতে পায় না।
(৬) কোন কিছু অর্জন করার পরে সেটা ধরে রাখতে পারাটাই হচ্ছে আসল অর্জন।
(৭) 'প্রেম-ভালোবাসা' এমন কোন সফটওয়্যার না যেটা চাইলেই যখন ইচ্ছা ইন্সটল বা আনইন্সটল করে নেয়া যায়।
(৮) 'প্রেম-ভালবাসা' হচ্ছে সংক্রামক ভাইরাসের মত। এতে যেকেউ যেকোন সময় আক্রান্ত হতে পারে।
(৯) আবেগ মানুষকে সাহসী করে, ভয় ডর দুর করে দেয়। প্রতিক্রিয়া নিয়ে বেশি ভাবতে দেয় না।
(১০) জ্ঞান, বুদ্ধি ও নৈতিকতায় উন্নত মানুষের জন্য আইন কানুন বা ধর্মের প্রয়োজনীয়তা নাই। কেননা সে জানে, তার কী করা উচিত আর কী করা উচিত না।
No comments:
Post a Comment