জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক
স্যারের মতে বাংলা ভাষাটা টিকিয়ে রেখেছে চাষাভুষা, দিনমজুর (গার্মেন্টস
শ্রমিক) লোকেরা। এরা বাংলায় কথা বলে দেখেই এদেশের কবিরা বাংলায় কবিতা লেখে।
সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা বলেনা দেখেই কেউ এখানে সংস্কৃত কিংবা
ল্যাটিন ভাষায় সাহিত্য লেখেনা।
আধুনিক বা প্রমিত বাংলা বংগসন্তানের ঠিক মুখের ভাষা না, লেখপড়া শিখে প্রাপ্ত বয়স্ক হলেই কেবল ঐ ভাষাটা তার মুখে আসে।
আধুনিক বা প্রমিত বাংলা বংগসন্তানের ঠিক মুখের ভাষা না, লেখপড়া শিখে প্রাপ্ত বয়স্ক হলেই কেবল ঐ ভাষাটা তার মুখে আসে।
আর এই কারোনেই কি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার সবসময়, সবজায়গায় নিজের আঞ্চলিক ভাষা "ঢাকাইয়া" একসেন্টে কথা বলতেন?
No comments:
Post a Comment