ঘন্টা প্রতি আয়ের পরিমানই নির্ধারণ করে দিবে নারী ও পুরুষের মধ্যে কে ঘরে আর কে ঘরের বাইরে কাজ করবে।
অর্থাৎ নারী যদি পুরুষের চেয়ে বেশি আয় করে, তাহলে নারী ঘরের বাইরে চাকরি বা কাজ করবে আর পুরুষ ঘরে থেকে শিশু পালন, রান্নাবান্না ও ঘরের কাজ করবে।
অন্যদিকে, নারী-পুরুষ দুজনের আয় সমান হলে অথবা উভয়ে চাইলে দুজনই বাইরে কাজ করতে পারে। তবে সেক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই ঘরের কাজ শেয়ার করে করতে হবে।
No comments:
Post a Comment