পৃথিবীর সব মানুষই কোন না কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাই শুধু মাত্র সংখ্যায় অল্প হওয়ার কারনে তাদের নামের আগে ক্ষুদ্র শব্দ যোগ করা নিম্ন রুচির বহি:প্রকাশ ছাড়া আর কিছু না।
উদাহরণস্বরূপ, কালো ও খাটো হওয়ার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ এই মাহবুব উদ্দীন স্যারকে কেউ যদি "কালা মাহবুব" বা "বাইট্যা মাহবুব" বলে, তাহলে সেটা কি সভ্য সমাজে গ্রহনযোগ্য হবে?
একটা জাতী সবসময় জাতিই। তা কখনো উপ হয় না। আর উপজাতি একটা ডেরোগেটিভ শব্দ। সভ্য মানুষদের ডিকশনারী থেকে অনেক আগেই এই ধরনের শব্দ বিলুপ্ত হয়ে গেছে। একমাত্র অসভ্যদের মুখেই এ ধরনের ডেরোগেটিভ শব্দ শোনা যায়।
No comments:
Post a Comment