খাগড়াছড়িতে ঘুরতে আসবে অথচ সিস্টেম রেস্টুরেন্টে একবেলা খাবে না সেটাকে একটা অমার্জনীয় অপরাধ হিসেবে গণ্য করা যায়। ;)
খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও বিখ্যাত এই আদিবাসি রেষ্টুরেন্টে পাহাড়ী ঢংয়ে রান্না করা খাবারের স্বাদ এক কথায় অসাধারন। বাঁশ ভাজি, বাঁশ দিয়ে ডাল রান্না, মাশরুম ভাজি, লইট্যা মাছের ফ্রাই, মরিচ-পিয়াজ দিয়ে শুটকি ফ্রাই, পাহাড়ের স্পেশাল রেসিপিতে হাঁস ও মুরগীর মাংস রান্না সহ প্রত্যেকটা খাবারের স্বাদ অনেকদিন মনে রাখার মত।
সিস্টেম রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করার পর ১০ টাকা দিয়ে নিউজিল্যান্ড ঘুরে এলাম। এটা খাগড়াছড়ি শহরের এক প্রান্তে ঢাকার দিয়াবাড়ির মত একটা জায়গা। পাহাড়ের কোলঘেষেঁ নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে। এলাকার ল্যান্ডস্কেপটা দেখতে নিউজিল্যান্ডের মত। তাই স্থানীয় মানুষ এর নাম দিয়েছে নিউজিল্যান্ড পাড়া।
নিউজিল্যান্ড পাড়া ঘুরে তারপর খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে আসলাম। পার্কের বিশেষ আকর্ষন হিসেবে দুই পাহাড়ের মাঝে একটা ঝুলন্ত সেতু আছে যেটি দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয়।
শহর হিসেবে খাগড়াছড়ি খুব বেশি বড় নয়। পুরো শহরটাকে এখন ঘুরে দেখছি। শহরের মার্কেট গুলোতে আদিবাসি নারীদের পরিচালিত বিভিন্ন দোকান রয়েছে।
No comments:
Post a Comment