পবিত্র কোরআনে অবতীর্ণ প্রথম শব্দ হচ্ছে 'ইকরা' অর্থাৎ পড়।
বিখ্যাত সাহিত্যিক লিও তলস্তয় বলেছিলেন, আমাদের জীবনে তিনটি জিনিস প্রয়োজন আর তা হল, বই, বই এবং বই।
অন্যদিকে বিপ্লবী মাও সেতুং বলেছিলেন, পড়, পড় এবং পড়।
পড়া যে কত গুরুত্বপূর্ণ তা এই তিনটি বাক্য থেকেই বোঝা যায়। পড়ার উপকারিতা বা ভাল দিক বলেতো আর শেষ করা যাবে না। তাই না পড়ার একটা কুফল বলে আজকের লেখা শেষ করছি।
পড়ার অভ্যাস না থাকলে সহজেই কেউ ধর্ম ব্যবসায়ী বাবা বিজ্ঞান ব্যবসায়ীদের খপ্পরে পড়ে যেতে পারে। তাই এসব স্বার্থপরায়ণ ব্যবসায়ীদের খপ্পর থেকে বাঁচতে চাইলে পড়ুন, পড়ুন এবং পড়ুন।
No comments:
Post a Comment