(১) মানবজীবনে ব্যর্থতা বা সফলতা বলতে আসলে আলাদা কোন চাপ্টার বা অধ্যয় নাই; যা আছে তা হল অভিজ্ঞতা অর্জন। আর অভিজ্ঞতাই হচ্ছে মানবজীবনের সবচেয়ে বড় শিক্ষক।
(২) সফলতার কোন নির্দিষ্ট গন্তব্যস্থান নাই; এটা একটা চলমান প্রক্রিয়া।
(৩) ব্যাক্তি জীবনে যথাযথ চেষ্টা করার পরও কোন কিছু না পেলে হতাশ হওয়া বা মন খারাপ করা উচিৎ না।
(৪) স্বপ্ন থেকেই বাস্তবতার জন্ম হয়। কাজেই, স্বপ্ন দেখতে থাকো। এমন অনেক কিছু হবে, যা কেউ ভাবেনি আগে।
(৫) সংখ্যালঘুর বেদনা বুঝতে যদি সংখ্যালঘু হওয়া লাগে, তবে মানুষ হিসেবে দাবী করা কেন?
(৬) অতীতকে বর্তমানে খুঁজতে হয় না। কারন তা বর্তমানকে কেবল আরো জটিল ও দুঃখময় করে তোলে।
(৭) সবকিছুকে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে। সেটা যত রুঢ় বা কষ্টকর হোক না কেন। কারন যেটা ঘটে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবেনা। আর যেটা অনিবার্য, সেটাকে বাধা দেয়ার চেস্টা হাস্যকর।
(৮) মেধা নয়; পরিশ্রমই সফল হওয়ার জন্য বেশি জরুরি।
(৯) না জেনে ভুল করার চেয়ে জেনে ভুল করা ভাল। কারন তাতে প্রতিক্রিয়া সম্পর্কে অন্তত আগাম ধারনা থাকে।
(১০) শুধু নারী বা পুরুষ নয়; হিন্দু বা মুসলমান নয়; কিংবা বাঙালি বা চাকমাও নয়; মানুষ হতে হবে।