আত্ববিশ্বাস দুই ভাবে তৈরি হয় । বেশি জানা থেকে আর কম জানা থেকে। অর্থাৎ জ্ঞান যেমন আত্ববিশ্বাস তৈরি করতে পারে, তেমনি অজ্ঞতা থেকেও আত্ববিশ্বাস তৈরি হতে পারে।
কাজেই, আত্ববিশ্বাস থাকলেই সবসময় আত্বতুষ্টিতে ভোগার কিছু নাই। বরং আত্ববিশ্বাস কে যাচাই করে নিতে হবে সেটা কোথা থেকে তৈরি হয়েছে।
No comments:
Post a Comment