ধর্মের নামে রাজনীতি যেমন ক্ষতিকর; তেমনি রাজনীতির নামে ব্যবসা বা ব্যবসার নামে রাজনীতিও সমাজের জন্য ক্ষতিকর।
ধর্মকে ধর্মের যায়গায় থাকতে দিতে হবে, কারো প্রতি ধর্মকে চাপিয়ে দেয়া যেমন অপরাধ, তেমনি কাউকে ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করাও সমান অপরাধ।
রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে। রাজনীতি যেন হয় গনমানুষের অধিকার আদায়ের হাতিয়ার, শোষন মুক্ত সাম্যবাদী সমাজ প্রথিষ্ঠার হাতিয়ার। রাজনীতি যেন সংখ্যাগরিষ্ঠ সাধারন মানুষদের বঞ্চিত করে গুটিকয়েক মানুষের উপরে ওঠার সিড়ি না হয়।
ব্যবসাকেও ব্যবসার জায়গায় রাখতে হবে। রাজনীতিকে ব্যবহার করে ব্যবসায়িক সুবিধা নেয়া যেমন ক্ষতিকর, তেমনি ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থে রাজনীতিতে হস্তক্ষেপ করাও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। মনে রাখতে হবে, ব্যবসা হতে হবে জনকল্যাণের জন্য; গুটিকয়েক ব্যবসায়ীর ব্যক্তিগত অসম কল্যানের জন্য নয়।
No comments:
Post a Comment