গ্লোবালাইজেশান বা বিশ্বায়ন ঝলমলে, উজ্জল ও আকর্ষনীয় এক বিশ্ব উপহার দিয়েছে। তবে সেটা সবার জন্য নয়; শুধুমাত্র নির্দিষ্ট একটা শ্রেনীর মানুষের জন্য; নির্দিষ্ট কিছু দেশের জন্য। আর তারা যে পুঁজিপতি বা ধনী শ্রেনী; তা বলার অপেক্ষা রাখেনা।
বিশ্বায়ন ধনী ও উন্নত বিশ্বকে করেছে আরো ধনী ও উন্নত। বিপরীতে বেশিরভাগ দরিদ্র ও উন্নয়নশীল দেশ হারিয়েছে স্থানীয় শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্য, হয়েছে আরো বেশি প্রান্তিক, আরো বেশি নির্ভরশীল।
বস্তুত, গ্লোবালাইজেশান একটা উন্নয়নের প্রতিযোগিতা; যেখানে যার বেশি পুঁজি আছে, টেকনোলজি আছে, ক্ষমতা আছে, সে অবধারিতভাবে বিজয়ী হবে। আর যার বা যেসব দেশের এগুলো নাই, তারা হবে আরো বেশি প্রান্তিক, আরো দরিদ্র।
No comments:
Post a Comment