(১) যত বড় ব্যাখ্যা, ততো বড় মিথ্যা।
(২) ঘুঁনেধরা সমাজের পরিবর্তন চাইলে মন যোগাতে নয়, মন জাগাতে লিখতে হবে।
(৩) সাধারন মানুষেরা যেখানে সংখ্যাগরিষ্ঠদের আনন্দ দেখে পুলকিত হয়, সমাজচিন্তাবিদরা সেখানে সংখ্যালঘুদের বেদনা দেখে চিন্তিত হয়।
(৪) ভালবাসায় মিথ্যে বলতে নাই। কেননা ভালবাসা মিথ্যাও বলে না আর কাউকে কষ্টও দেয় না। যদিও মানুষ এর দুটোই করে।
(৫) বর্তমানের আনন্দময় মুহূর্তগুলোকে উপভোগ করুন, কেননা এটা সারাজীবন থাকবে না।
(৬) গতকালের কথা বাদ দিন। আজকের কথা ভাবুন।
(৭) সবাই যদি আপনাকে পছন্দ করে, তাহলে বুঝতে হবে আপনি হয়তো একটা ভাঁড় অথবা আপনার নিজস্বতা বলতে আসলে কিছু নাই।
(৮) নিজের সবকিছু নিয়ন্ত্রন করার অধিকার ভালবাসার মানুষকে দিয়ে দেয়ার নাম ভালবাসা না, সেটাকে দাসত্ব বলে।
(৯) আমি তোমার ব্যাক্তিত্বের প্রেমে পড়েছি। তবে তোমার সৌন্দর্য হচ্ছে অতিরিক্ত একটা বোনাস। :P
(১০) ধর্মান্ধ মৌলবাদী আর সেক্যুলার মৌলবাদী একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। দুটোই বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য উপদ্রব। কেননা দুটো গ্রুপই তাদের বিপরীত চিন্তার প্রতি প্রচন্ড অসহিঞ্চু ও স্বৈরাচারী।
No comments:
Post a Comment