(১) বিজ্ঞানের সবচেয়ে বড় দুর্বলতা বা সমালোচনা হচ্ছে এটা বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতিকে পাত্তা দেয় না।
(২) ব্যাক্তির কোন আচরন যতক্ষন পর্যন্ত অন্য কোন ব্যাক্তির ক্ষতির কারন না হয়, ততক্ষন পর্যন্ত ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোন প্রয়োজনীয়তা নাই।
(৩) ভিন্নতা বা বৈচিত্রতাই সুন্দর। অসুন্দর বলতে যদি কিছু থাকে, তবে সেটা হচ্ছে হোমোজিনিটি বা অভিন্নতা।
(৪) নারীবাদের অন্যতম উদ্দেশ্য হল পুরুষতন্ত্রকে হটিয়ে একটা মানবিকতন্ত্র প্রতিষ্ঠা যেখানে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।
(৫) সামনে এগিয়ে যাবার গোপন রহস্য হচ্ছে শুরু করা।
(৬) স্যাক্রিফাইস বা আত্বত্যাগ সবার জন্য নয়। স্যাক্রিফাইস তার জন্যই করা উচিত যে আপনার জন্য স্যাক্রিফাইস করে।
(৭) কাউকে গুরুত্ব কম দিলে তাকে হারাবেন আবার বেশি গুরুত্ব দিলে নিজে কষ্ট পাবেন।
(৮) মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু তার কাজ কখনো নয়।
(৯) অর্ধ সত্য সবসময়ই একটা বড় মিথ্যা।
(১০) অতীতকে পরিবর্তন করা সম্ভব না। তবে ভবিষ্যতের দুশ্চিন্তা করে বর্তমান কে ধবংস করা সম্ভব।
No comments:
Post a Comment