Saturday, August 1, 2015

এলোমেলো ভাবনা (৮)

(১) বিশ্বাস ছাড়া কোন সম্পর্কই টিকতে পারে না।

(২) অতীতের ভুল সিদ্ধান্ত নিয়ে হা-হুতাশ করতে নাই। কেননা প্রতিটা ভুলই মানুষকে আরো বেশি পরিনত করে।

(৩) সমাজে কালো মানুষের অধীকার যেমন সাদা মানুষেরা নির্দিষ্ট করে দিতে পারে না তেমনি নারীর অধীকার কী হবে সেটাও পুরুষেরা ঠিক করে দিতে পারে না।

(৪) সমাজের রীতিনীতি, আইন-কানুন সমাজের প্রভাবশালী গোষ্ঠীরাই তৈরি করে। তাই সব সামাজিক রীতিনীতি সবসময় সমাজের সব সদস্যদের জন্য অসম ও ন্যায় হবে তা মনে করার কারন নাই।

(৫) একজন পুরুষ যেমন তার ইচ্ছে স্বাধীন যা যা করতে পারে, একজন নারীও তার ইচ্ছে স্বাধীন তা তা করার অধিকার রাখে।

(৬) সমাজে সাদা-কালো-বাদামী, নারী-পুরুষ সবাই মানুষ। আর মানুষ হিসেবে সবার জন্য সমাধিকার প্রযোজ্য।

(৭) সব মৌলবাদীদেরই কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের চেতনার দন্ড অত্যন্ত সংবেদনশীল। পান থেকে চুন খসলেই এদের অনুভূতির দন্ড আঘাতপ্রাপ্ত হয়।

(৮) ভবিষ্যৎ নিয়ে এখনি দুশ্চিন্তাগ্রস্থ হওয়ার কিছু নাই। কেননা ওটা এখনো আসে নি।

(৯) আমি তোমার সম্পূর্ণটাই চাই, শুধুমাত্র কোন অংশবিশেষ না।

(১০) একা থাকা মানেই যেমন একাকী না, তেমনি রিলেশনশিপে থাকা মানেও সবসময় সুখী না।

No comments:

Post a Comment