Friday, May 20, 2016

ভিন্নমতের সাথে ভিন্নমত দিয়েই লড়তে হয়, চাপাতি বা পুলিশ দিয়ে নয়!

ভিন্নমত হচ্ছে সেই মত যেটা আপনার পছন্দ না অথবা সেই কথা যেটা ক্ষমতাসীন শ্রেনী বা সমাজের সংখ্যাগরিষ্ঠ লোক শুনতে চায় না।

ভিন্নমতকে আপনি সম্মান করবেন নাকি করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কারো মতামতকে বিশ্বাস করা বা না করা অথবা তাতে সহমত বা দ্বিমত পোষণ করার পূর্ণ অধিকার আপনার রয়েছে।

তবে সমাজের সবার স্বাধীন মত প্রকাশের অধিকার থাকতে হবে। আপনার কাছে সেই মত যত ফালতু বা আপত্তিকরই হোক না কেন। ভিন্নমত হতে হইলে যে তা ক্ষমতাসীন শ্রেনী, কোন নির্দিষ্ট গোষ্ঠী বা  আপনার দৃষ্টিতে যৌক্তিক, বৈজ্ঞানিক বা সত্য হতে হবে এমনটি মনে করার কোন কারন নাই। ভিন্নমত সবসময় ভিন্নমতই, একে সঠিক/বেঠিকের বাটখারা দিয়ে পরিমাপ করার ব্যার্থ চেষ্ঠা করে লাভ নাই। করলে সেটা কেবল বিতর্ক আর জটিলতাই বাড়াবে, কোন সমাধান বয়ে আনতে পারবেনা।

প্রয়োজনে আপনি চাইলে সেই মতের বিরুদ্ধে যুক্তি দিয়ে বা অসভ্যদের মত গালি দিয়েও পাল্টা মতামত প্রকাশ করতে পারেন অথবা ইগনোর করে যেতে পারেন। কিন্তু কোনভাবেই ভিন্নমতের টুটি চেপে ধরার কোন অধিকার আপনার বা কারো নাই।

মনে রাখতে হবে, সত্য সবসময় সত্যই। হাজারো মিথ্যা যেমন একে চিরকাল ঢেকে রাখতে পারে না, তেমনি জনগনের টুটি চেপে ধরেও সত্যকে চিরকাল গোপন রাখা যায় না। তাই, সমাজে সবার স্বাধীন মত প্রকাশের অধিকার থাকুক। যেটা সত্য সেটাই সমাজে টিকে থাকবে বাকিগুলো খড়কুটোর মতো ইতিহাসের অতল গহবরে হারিয়ে যাবে।

সবশেষে জনৈক তরুণ দার্শনিকের ভিন্নমত বিষয়ক কয়েকটি বাণী দিয়ে আজকের লেখা শেষ করছি। ;)

"ভিন্নতা বা বৈচিত্রতাই সুন্দর। অসুন্দর বলতে যদি কিছু থাকে, তবে সেটা হচ্ছে হোমোজিনিটি বা অভিন্নতা।"

"ভিন্নমতের সাথে ভিন্নমত দিয়েই লড়তে হয়, চাপাতি বা পুলিশ দিয়ে নয়।"

"সমাজবিজ্ঞান চর্চার জন্য ভিন্নমত জরুরি, একমত না।"

#ভিন্নমত
#সমাজচিন্তা
#FreedomOfSpeech

No comments:

Post a Comment