দীর্ঘ ১৩০ দিন পর আজ বাসায় আসলাম। বাসায় ঢুকেতেই বাবার সাথে দেখা। সালাম দিয়ে হ্যান্ডশেইক করার জন্য হাত বাড়িয়ে দিতেই বাবার প্রশ্ন..."বলোতো, মোসাফাহার (হ্যান্ডশেইক) দোয়া কী?" প্রশ্ন শুনে প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। মুখে সবজান্তার হাসি ফুটিয়ে তিন আলিফ টান দিয়ে বললাম, এটাতো দৈনন্দিন আমলের বিষয়, এটা কি কেউ ভোলে? ;) যদিও দোয়াটা তৎক্ষণাৎ মনে ছিল না কিন্তু ইন দ্য মিন টাইম মাথায় গুগলিং করতেই মনে পড়ে গেল। বললাম, 'ইয়াগফিরুল্লাহি লানা ওয়ালাকুম'। ছেলের এহেন সফলতায় বাবার মুখে হাসি ফুটে উঠলো। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। ;)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment