বিজ্ঞানের একটা ইতিহাস রয়েছে। আর এই ইতিহাস তাৎপর্যপূর্ণ কেননা মানব সমাজের বিভিন্ন যুগ বিজ্ঞানের আবির্ভাবকে ভাল চোখে দেখেনি। বিশেষ করে মধ্যযুগে যখন প্রকৃতি, সমাজ ও রাজনীতি বিষয়ে ধর্মীয় ব্যাখ্যার সাথে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বৈপরীত্য বা বিরোধ দেখা দিচ্ছিল তখন ইউরোপের ধর্মীয় মৌলবাদ বিজ্ঞানের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার চেষ্টা করেছিল।
আলোকপ্রাপ্তির যুগ বলা হয় সেই সময়কে যখন বিজ্ঞান প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছিল কিন্তু তারপর বিজ্ঞানের কী হল?
আসলে যখন থেকে মানব সমাজ প্রকৃতির সাথে সহাবস্থানের পরিবর্তে তাকে নিয়ন্ত্রনের চেষ্টা শুরু করলো তখন থেকেই মূলত সব সমস্যার উৎপত্তি।
প্রফেসর হকিং তাই আবারো আমাদের স্মরণ করিয়ে দিলেন যে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জীবনধারা উন্নতি করতে আমাদের তাড়াহুড়া মানব সভ্যতার সর্বনাশের কারণ হতে পারে। কিন্তু তার এই সতর্কবার্তা কি মানবসভ্যতার নিয়ন্ত্রণকারী মহাদেশীয় মোড়লদের কানে পৌছাবে?
Science has a history. This history is eventful because different periods of human society was not sympathetic to its smooth emergence, particularly the European medieval period when religious orthodoxy posed hindrances to it when new scientific ideas was conflicting with religious interpretation of nature, politics or society.
Enlightenment is considered as the time when science emerged quite vigorously; but what happened with science afterwards?
Through it human society sought to subjugate the nature instead of pursuing coexistence, there started the main problem.
Professor Hawking again reminded," ...that our rush to understand and improve life through science and technology could be humanity’s undoing". Does this warning reach those who now determine the human fate in different continents?
মূল লেখা: মনিরুল ইসলাম স্যার, চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিরোনাম ও ভাবানুবাদে: স্যারের গুণমুগ্ধ এক ছাত্র। ;)
No comments:
Post a Comment