পেশায় সমজাবিজ্ঞানী হওয়া সত্ত্বেও আমি রোমান্টিক বা কল্পনাবিলাসী হতেই পছন্দ করি। রোমান্টিকতার সংজ্ঞা যেটাকে যুক্তিবাদী চিন্তার বিপরীত মনে করা হয় তার সমালোচনায় আমার আগ্রহ নাই। তাতে কী? আপনি রোমান্টিক, আপনি যুক্তিবাদী না - কথাটি শুনতে রূঢ় হলেও তা কিন্তু আপনি সহজেই উপেক্ষা করতে পারবেন না।
আমি যে রোমান্টিকতার কথা বলছি তা হল প্রকৃতির সুর শ্রবণ। প্রকৃতিতে এমন কিছু সুর রয়েছে যেটা পাখির ডাকের মত স্পষ্ট। কিন্তু আপনি যখন প্রকৃতির অস্ফুট সুরেলা ধ্বনি শুনতে পান তখন কী ঘটে? আমার কাছে মনে হয়, একমাত্র কবিতাই কেবল তা ধরতে পারে। অন্য কথায়, কবিতা হচ্ছে প্রকৃতির সুরের প্রতিচ্ছবি।
Even being a sociologist by profession I love to romanticize! Not interested in critically examining the connotation of romanticism, which is opposed to rational thinking. So what? You are romantic, you are not rational - sounds harsh but not something you immediately reject.
The romanticism I am talking about is about listening to tunes of nature, there are some tunes which are explicit, for example the chirping of a bird. But what happens when you listen to a tune embedded in nature but not audible? To my mind poetry is there to capture that tune, in other words poetry is synonym for the tune of nature!
মূল লেখা: মনিরুল ইসলাম স্যার, চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিরোনাম ও ভাবানুবাদে: স্যারের গুণমুগ্ধ এক ছাত্র ;)