If old is gold, what will be the present? আমাদের অনেকের কাছেই অতীত হচ্ছে এক সোনালী অধ্যয়। আমরা সবসময় অতীতের সুখস্মৃতি রোমান্থন করতে পছন্দ করি। বর্তমান নিয়ে শত অভিযোগ অথচ অতীত নিয়ে কত উচ্ছলতা! আহা! যদি আবার সেই অতীতে ফিরে যেতে পারতাম!
অতীত নিয়ে এই মোহগ্রস্ততা কেন? অতীতের জীবন অনেক সুন্দর ছিল তাই না বর্তমানের প্রাপ্তি নিয়ে হতাশা? নাকি পূজিবাদি সমাজের যান্ত্রিক সভ্যতার চাপে নিজেকে হারিয়ে ফেলা?
অতীত আসলে কী? অতীতের কি কোন তাৎপর্য আছে? আমার কাছে অতীত কিছু অভিজ্ঞতার সমষ্টি ছাড়া আর কিছু নয়।
No comments:
Post a Comment