সমজাবিজ্ঞানের ছাত্র-ছাত্রী বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বই দুটি পড়ে খুব সহজেই সমাজবিজ্ঞান সম্পর্কে সামগ্রিক ধারণা নিতে পারবেন। বই দুটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খুবই সহজ ভাষায় লিখিত গ্রাফিক গাইড মানে টেক্সটের সাথে কার্টুন জুড়ে দেয়া। যার ফলে অনেক ক্ষেত্রে শুধুমাত্র কার্টুন দেখেই এর অনেক বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
ইংরেজি ভাষায় লিখিত হলেও আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এর ইংরেজি টেক্সট বাংলা ভাষার চেয়ে একটু সহজ। ;) কেউ দুই-এক পৃষ্ঠা পড়লেই আমার কথার সত্যতা বুঝতে পারবে। বিশেষ করে যারা ইংরেজি বই পড়তে ইতস্তত বোধ করেন, তাদের জন্য এই বই আদর্শ হতে পারে।
আবার, যারা সমাজবিজ্ঞান পড়তে পছন্দ করেন না কিন্তু সহজে পরীক্ষায় পাশ করতে চান তাদের জন্যেও বই দুইটি খুবই কার্যকরী হবে বলে আমার বিশ্বাস। আরও সহজ করে বলি, বই দুইটির এমন কোন পৃষ্ঠা নেই যা সমাজবিজ্ঞান বিভাগের কোন কোর্সের সিলেবাসে নাই।
সো, নিউ ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার, লিখিত এক্সাম থেকে ভাইভা এক্সাম, সবক্ষেত্রেই এর কার্যকারিতা টের পাওয়া যাবে।
দ্রষ্টব্যঃ বইগুলো দেখতে, পড়তে ও কিনতে পাওয়া যাবে বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনের বাতিঘর লাইব্রেরিতে।
এছাড়া গুগল প্লে স্টোরের AnyBooks App ইনস্টল করে তাতে বইয়ের নাম লিখে সার্চ দিলেও সেখান থেকে ডাউনলোড করে পড়া যাবে।
বইয়ের নামঃ
Series Name: Introducing Graphic Guide
Publisher: Icon Books, England
1. Sociology
2. Marxism
ফোর্থ ইয়ার ও মাস্টার্সের স্টুডেন্টরা Contemporary Theories সহজে বুঝতে চাইলে প্রথম দুইটির সাথে আরো পড়তে পারেন একই সিরিজের..
1. Postmodernism
2. Philosophy
সামগ্রিকভাবে সমাজবিজ্ঞান সহজে আরো ভালভাবে বুঝতে চাইলে পড়তে পারেন একই সিরিজের..
1. Enlightenment
2. Philosophy of Science
3. Critical Theory
4. Feminism
5. Political Philosophy ইত্যাদি।