যদিও সম্পর্কের ক্ষেত্রে আবেগের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নাই। তবে আধুনিকতা মানুষকে অতি র্যাশনাল বা যুক্তিবাদী হতে শেখায়। যার কারনে এই যুগে সম্পর্কের ক্ষেত্রেও আবেগের চেয়ে বাস্তবতা বা লাভ-লোকসানের হিসেব-নিকেষ করতেই বেশি দেখা যায়।
আধুনিক যুগে কোন সম্পর্কে যতদিন ইউটিলিটি বা প্রয়োজনীয়তা থাকে, ততদিন তা ভালভাবে টিকে থাকে। আর যখন ইউটিলিটি শেষ হয়ে যায়, তখন সে সম্পর্কও ধীরে ধীরে ফিকে হয়ে যায়।
No comments:
Post a Comment