মনোবিজ্ঞানীরা বলেন, ''পছন্দের কারো সাথে যত বেশি সময় কাটাবেন, তাকে তত বেশি ভাল লাগবে।"
আর যদি এর উল্টোটা দেখা যায় অর্থাৎ ভাল লাগার পরিমান না বেড়ে বরং কমতে থাকে তাহলে বুঝতে হবে আপনাদের দুজনেরই 'সঙ্গী নির্বাচন' ভুল ছিল।
মডার্ন রোমান্স বা আধুনিক প্রণয়ের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা জানতে আমেরিকার বিখ্যাত স্টান্ড কমেডিয়ান আজিজ আনসারি আর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এরিক ক্লিনেনবার্গ কর্তৃক রচিত নিউইয়র্কের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন প্রেস থেকে প্রকাশিত Modern Romance: An Investigation বইটি পড়তে পারেন।
বইটির অসাধারণত্ব হচ্ছে বইটি লিখতে লেখকদ্বয় সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতি ব্যবহার করেছেন। আরো মজার ব্যাপার হচ্ছে, বইটি লেখার জন্য লেখকদ্বয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং লন্স এঞ্জেলস, ফ্রান্সের প্যারিস, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, জাপানের টোকিও এবং কাতারের দোহায় বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষের ইন্টারভিউ আর ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন। শুধু তাই নয়, আধুনিক রোমান্স নিয়ে এই গবেষণায় প্রতিটি রিসার্স কোয়েশ্চেন সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ সাইকোলজিস্ট, এনথ্রোপোলজিস্ট, সমাজবিজ্ঞানী সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা প্রফেসরদের মতামত সংযুক্ত করেছেন।
No comments:
Post a Comment