Saturday, June 25, 2016

নারী হয়েও নারীরা যে কারনে নারীবাদ বিদ্বেষী হতে পারে!

নারীবাদ কোন শারীরিক বিষয় না, এটা আদর্শিক ব্যাপার। নারী হয়েও তাই যে কেউ নারীবাদ বিদ্বেষী হতে পারে। লুকাসের ভাষায় বলতে গেলে বলতে হয়, আমাদের সমাজের সব নারীরা আসলে নারী নয়। তারা নারী দেহের বৈশিষ্ট্যর আড়ালে পুরুষতন্ত্র ধারণকারী একেকজন পুরুষ।

#সমাজচিন্তা
#নারীবাদ
#Reification