রাজনৈতিক আলোচনায় 'ডানপন্থী' বা 'বামপন্থী' শব্দ দুটি খুবই আলোচিত বিষয়। আর এই প্রত্যয় দুটি কোথা থেকে ও কিভাবে আসলো তার এক মজার ইতিহাস রয়েছে।
ডানপন্থী' বা 'বামপন্থী' প্রত্যয় দুটির উৎপত্তি ফরাসি বিপ্লবের সময় (১৭৮৯-১৭৯৯)। তৎকালীন সময়ে ন্যাশনাল এসেম্বলিতে ফরাসী রাজার সিংহাসন/চেয়ারের বামপাশে যারা বসতো তাদেরকে বামপন্থী আর যারা ডানপাশে বসতো তাদেরকে ডানপন্থী বলে অভিহিত করা হত।
বামপন্থীরা মূলত ফরাসি রাজতন্ত্রের বিরোধী এবং ফরাসি রিপাবলিক ও আসন্ন বিপ্লবের পক্ষে ছিল। অন্যদিকে ডানপন্থীরা বিদ্যমান ফরাসি রাজতন্ত্রের পক্ষে ছিল।
বর্তমানে, ডানপন্থী বলতে বোঝায় যারা রক্ষনশীল, বিদ্যমান পুঁজিবাদী সমাজ ব্যাবস্থার পক্ষে ও মুক্ত বাজার অর্থনীতির পক্ষে কথা বলে। এছাড়া ধর্মীয় রাজনৈতিক দলগুলোকেও ডানপন্থী হিসেবে অভিহিত করা হয়।
অন্যদিকে, বামপন্থী বলতে বোঝায় যারা প্রগতিশীল, বিদ্যমান পুঁজিবাদী সমাজ ব্যাবস্থার পরিবর্তন বা আমূল সংস্কারের পক্ষে ও সামাজিক সমতার কথা বলে।
Thnx for ur short and informative explanation
ReplyDelete