(১) বিজ্ঞানই সর্বশেষ জ্ঞান। কেননা বিজ্ঞান কোন স্থির বিষয় না। যখনই কোন জ্ঞান প্রমানিত হবে সেটাই বিজ্ঞান বলে বিবেচিত হবে।
(২) মিথ্যাতো মিথ্যাই। তার আবার ছোট আর বড় কী? তবে হ্যা, হোয়াইট লাই কিন্তু মিথ্যা না।
(৩) আমরা যা শুনি তা হচ্ছে মতামত, তাকে একমাত্র ফ্যাক্ট মনে করার যেমন কিছু নাই তেমনি আমরা যা দেখি তা হচ্ছে দৃষ্টিভঙ্গি, তাকেও একমাত্র সত্য ভাবার কিছু নাই।
(৪) জীবন বেঁচে থাকার জন্য; দুশ্চিন্তা করার জন্য না।
(৫) স্মার্টনেস হচ্ছে সব জায়গায় সব পরিবেশে সবার সাথে নিজেকে মানিয়ে নেয়া।
(৬) সমাজবিজ্ঞান চর্চার জন্য ভিন্নমত জরুরি, একমত না।
(৭) আপনি যাকে ভালবাসেন আর আপনাকে যে ভালবাসে বেশিরভাগ ক্ষেত্রেই তা কখনো একই হয় না।
(৮) বর্তমান বাঙালী সমাজে বিয়ের জন্য পাত্রের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় তা হল পাত্রের আয় এবং শিক্ষা। অন্যদিকে পাত্রীর ক্ষেত্রে সেটা হয়ে যায় যথাক্রমে পাত্রীর রূপ-সৌন্দর্য ও শিক্ষা।
(৯) সুখে আছি, তবু সুখ পাই না;
কেন অসুখী? তাও জানিনা।
(১০) আমি আছি, তুমি নাই;)
আবেগ আছে, বাস্তবতা নাই।