(১) কাছের মানুষদের শাস্তি দেয়ার সবচেয়ে শক্তিশালি অস্ত্র হচ্ছে অবহেলা।
(২) আপনি যত ভাল কাজই করেন না কেন, কিছু লোক আপনার সমালোচনা করবেই।
(৩) মেয়েদের বিয়ে নিয়ে তাড়াহুড়া করতে নেই। একটা খারাপ বিয়ের চেয়ে সারা জীবন একা থাকা অনেক ভাল।
(৪) কোন আদর্শই পুরোপুরি অভ্রান্ত নয়। কেননা সময়ের সাথে সাথে ভ্রান্ত/অভ্রান্তের ধারনা পরিবর্তিত হয়। তাই নির্দিষ্ট আদর্শের পরিবর্তে যখন যেটা ঠিক সেটা অনুসরন করাই যুক্তিযুক্ত।
(৫) বেশিরভাগ মানুষের আচরন হচ্ছে ভেড়ার পালের মত; কেননা এদের চিন্তা-চেতনায় নিজস্বতা নাই। ভেড়ার পালে সামনের ভেড়াটা যেদিকে যায়, অন্য ভেড়াগুলো কিছু না ভেবেই তার পিছনে পিছনে যায়।
(৬) সবচেয়ে খারাপ গনতন্ত্রও যেকোন ধরনের স্বৈরতন্ত্র থেকে ভাল। ভাল হোক বা খারাপ হোক জনগনের প্রতিনিধি জনগনকেই নির্বাচন করতে দেয়া উচিত।
(৭) যেকোনো দক্ষতা অর্জনে অনুশীলন বা প্রাকটিসই আসল। অনুশীলন ছাড়া দক্ষতা অর্জনের স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না।
(৮) সত্য যখন নিজের বিশ্বাসের সাথে মিলে যায়, তখন সেটা মেনে নেয়া যতোটা সহজ ঠিক ততোটাই কঠিন যখন তা নিজের বিশ্বাসের বিরুদ্ধে যায়।
(৯) কেউ আসবে, কেউ চলে যাবে। শুধু স্মৃতিটুকু রয়ে যাবে। এটাই জীবন।
(১০) সমাজের চোখে অধীকার সচেতন মেয়েরা হচ্ছে বেয়াদব।