নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন আজ বেলা চারটায় ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে "অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক প্রগতি" শিরোনামে একটি উন্মুক্ত বক্তৃতা করেন। তার এই বক্তৃতা শুনে যা বুঝলাম তা নিচে খুবই সংক্ষেপে আমার ভাষায় দিলাম।
যে অর্থনৈতিক উন্নয়ন দেশের সমগ্র জনগোষ্ঠীকে স্পর্শ করতে পারে না, তাদের জীবন-যাপনের
মান উন্নত করতে পারেনা তাকে সত্যিকারের
উন্নয়ন বলা যায় না।
মান উন্নত করতে পারেনা তাকে সত্যিকারের
উন্নয়ন বলা যায় না।
মানবিক প্রগতি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন একটা অসম্পূর্ণ ধারনা। অর্থনৈতিক উন্নয়নের আসল উদ্দেশ্য হওয়া উচিত মানবিক প্রগতি অর্জন অর্থাৎ মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক জীবন মানের উন্নয়ন।
শিক্ষা, স্বাস্থসেবা ও জেন্ডার সমতা অর্থনৈতিক উন্নয়ন ও মানিবক প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পৃথিবীর কোন দেশে শিক্ষা ও স্বাস্থসেবার উন্নয়ন রাষ্ট্রের বিনিয়োগ ও ভুমিকা ছাড়া শুধুমাত্র বাণিজ্য বা বেসিরকারি খাতের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিত হয় নি।
কাজেই, রাষ্ট্রের দ্বায়িত্ব হচ্ছে সকল জনগনের শিক্ষা ও স্বাস্থসেবা নিশ্চিত করা। একমাত্র শিক্ষিত ও স্বাস্থবান নাগরিকগনের পক্ষেই রাষ্ট্রের উন্নয়ন কাজে ভূমিকা রাখা সম্ভব।
No comments:
Post a Comment