বাঙালি "সংস্কৃতি" বলতে শুধু নাচ-গানকে বোঝে। নৃত্য ও গানবাজনা যে সংস্কৃতির দুটো উপাদান মাত্র এবং এর বাইরেও যে সংস্কৃতির অন্যান্য হাজারো উপাদান আছে, তা তারা বুঝতে চায় না।
সংস্কৃতি শুধুমাত্র নাচ ও গানের মধ্যে সীমাবদ্ধ না। সংস্কৃতি একটা টোটাল ওয়ে অব লাইফ বা জীবনের একটা সামগ্রিক রূপ। আর তাই, শিল্প-সাহিত্য, ধর্ম, বিজ্ঞান, পোশাক-আশাক, খাদ্যাভ্যাস, চিন্তা-ভাবনা সবকিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত।
No comments:
Post a Comment