Saturday, October 31, 2009
একসাথে একাধিক গুগল টক একাউন্টে লগ ইন করুন!!
আমাদের অনেকেরই অনেক সময় একসাথে একই পিসিতে একাধিক গুগল টক বা জিটক একাউন্টে লগইন করার দরকার হয়। কিন্তু বাই ডিফল্ট এই সুবিধা না থাকায় আমরা অনেকেই একসাথে একাধিক গুগল টক বা জিটকে লগইন করতে পারি না। কিন্তু একটু কষ্ট করলেই আমরা এই সুবিধাটা পেতে পারি। এজন্য যা করতে হবেঃ
ডেক্সটপের ফাকা জায়গায় Right ক্লিক করুন।
সিলেক্ট New > Shortcut এ ক্লিক করুন।
এবার টেক্সটবক্সে নিচের এই লেখাটি সম্পূর্ণ কপি করে পেস্ট করুন।
"c:\program files\google\google talk\googletalk.exe" /nomutex
Next এ ক্লিক করুন।
টেক্সটবক্সে যেকোন একটা নাম দিন। (যেমন Google Talk1, Google Talk2)
Finish এ ক্লিক করুন।
এভাবে যত ইচ্ছা শর্টকাট তৈরি করে একাধিক গুগল টক একাউন্টে লগ ইন করুন।
লেবেলসমূহ:
google talk,
multiple google talk,
Multiple Login
Subscribe to:
Posts (Atom)