খেলাধুলায় নিজ দেশের প্রতিপক্ষকে অশ্লীল, অপমানজনক ট্রল বা গালাগালি করাটা মোটেই দেশপ্রেমের পরিচয় না। দেশপ্রেমিক হতে হলে নাগরিক হিসেবে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হয়।
খেলাধূলার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নির্মল বিনোদন।
আর আন্তর্জাতিক খেলাধুলার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রাষ্ট্র বা জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পারিক সম্প্রীতি ও বন্ধন গড়ে তোলা এবং তাকে শক্তিশালী করা। কিন্তু খেলাকে কেন্দ্র করে যদি পারস্পারিক সম্প্রীতি বৃদ্ধির চেষ্টার পরিবর্তে উল্টো জাতিবিদ্বেষ বা ঘৃনা চর্চাকে উসকে দেয়া হয় তাহলে খেলাধুলার আসল উদ্দেশ্যই মাঠে মারা যায়।
খেলাধুলায় ট্রল বা মজা করাটা অস্বাভাবিক কিছু না। বিনোদনের অংশ হিসেবে ট্রল করা যেতেই পারে। তবে সেটা যেন কোন দেশ, খেলোয়ার বা জাতিগোষ্ঠীকে এমনভাবে অপমান করে না হয় যা পারস্পারিক শ্রদ্ধাবোধ হারিয়ে ঘৃনার চর্চা উসকে দেয়।
কাজেই, খেলাধুলাকে বিনোদন হিসেবে দেখুন। আর বিনোদনকে বিনোদনের যায়গায় রাখুন। বিনোদনকে সিরিয়াস বিষয় বানানোর দরকার নাই। অতিরিক্ত সিরিয়াসনেস দেখাতে চাইলে নিজের কর্মক্ষেত্রে দেখান। তাতে দেশেরও উপকার হবে, আপনারও উপকার হবে।
চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশের হোক!
হ্যাপি ক্রিকেটিং!