ব্লগার ইস্যুতে ধার্মিক/রক্ষণশীলদের এই যুক্তি দিতে দেখা গেলেও জাকির নায়েক ইস্যুতে এখন তারা মত প্রকাশের অবাধ স্বাধীনতার কথা বলতেছেন। আরো মজার ব্যাপার হচ্ছে, মত প্রকাশের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী প্রগতিশীল মুক্তমনাদের এখন আবার এই নায়েক ইস্যুতে রক্ষণশীলদের সেই যুক্তি™ আবৃত্তি করতে দেখা যাচ্ছে। ;)
#সমাজচিন্তা
#পর্যবেক্ষণ