নারী-পুরুষের বৈষম্য বা অসমতার প্রধান কারন পুরুষতান্ত্রিকতা। যুগযুগ ধরে লালিত-পালিত নারীর প্রতি বৈষম্যমূলক পুরুষতান্ত্রিক মানসিকতার বিনাশ ছাড়া নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা কখনো সম্ভব না।
আমাদের দেশের কেউ কেউ আবার মনে করেন পুরুষতান্ত্রিকতার বিপক্ষে কথা বলা মানে নারীতন্ত্রের পক্ষে কথা বলা। আসলে ব্যাপারটা তা নয়। মনে রাখতে হবে, পুরুষতান্ত্রিকতার বিনাশ চাওয়া মানে তা কোনভাবেই নারীতন্ত্রের প্রতিষ্ঠা চাওয়া নয়। নারীতন্ত্র প্রতিষ্ঠিত হলে এখনকার নারীদের মত আবার পুরুষদের তাদের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। তাই, নারীতন্ত্র প্রতিষ্ঠা কোন সমাধান না।
আসলে নারীতন্ত্র বা পুরুষতন্ত্র নয়, সত্যিকার সমাধান চাইলে মানুষতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নাই। এমন মানুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে হবে যেখানে সমাজে নারী-পুরুষের অধিকারের মধ্যে কোন ভেদাভেদ, বৈষম্য বা পার্থক্য থাকবেনা। সমাজের সাধারন সদস্য হিসেবে নারী-পুরুষ নির্বিশেষে সবাই স্বাধীনভাবে জীবন-যাপন করার অধিকার ভোগ করবে।
আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিBoss! সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।